পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। রবিবার ওল্ড ট্যাফোডে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা ৫ উইকেটের বড় ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করে। আগে ব্যাট করে মোহাম্মদ হাফিজ ও বাবর আজমের ঝড়ো অর্ধশতকে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রানের বড় সংগ্রহ করে। তবে বড় সংগ্রহকে পাত্তাই দেয়নি স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
টসে হেরে আগে ব্যাট করার সুযোগ পায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে মূলত উদ্বোধনী জুটিতেই ভালো সংগ্রহের ভিত গড়ে যায় অতিথিদের। বাবর আজম ও ফখর জামানের উদ্বোধনী জুটিতে সংগ্রহ হয় ৭২ রান। এই দুই ব্যাটসম্যান আউট হয়ে গেলেও দলের বিপর্যয় হতে দেননি মো: হাফিজ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন হাফিজ। ৩৬ বলে ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে এ রান করেন তিনি। ৪৪ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন বাবর আজম। ফখর জামানের ব্যাটেও ঝড় ওঠে। মাত্র ২২ বলে ৩৬ রান করেন তিনি। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ২টি উইকেট নেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা একেবারে খারাপ হয়নি ইংল্যান্ডের। ৬ ওভারেই এই রান তুলে নেন স্বাগতিকদের দুই ওপেনার ব্রাটসো ও মালান। মাত্র ২৪ বলে ৪৪ রান করে আউট হন ব্রাটসো। একই রানে ইংল্যান্ড দ্বিতীয় উইকেট হারালে খেলায় ফেরে পাকিস্তান। তবে এরপর অধিনায়ক মারগন, মালানকে সাথে দলের জয়কে সহজ করে দেন। যদিও শেষ পর্যন্ত এ দুই ব্যাটসম্যানও আউট হন। কিন্তু ততক্ষণে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তারা। দু’জনেই অর্ধশত রানের দেখা পান। আউট হওয়ার আগে দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন মারগন। মাত্র ৩৩ বলে ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে এ রান করেন। আর ৩৬ বলে ৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করেন মালান। শেষ পর্যন্ত ৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে সাদাব খান নেন ৩ উইকেট। ২টি উইকেট নেন হারিস রউফ।
দুই দলের মধ্যে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
খুলনা গেজেট/এএমআর