খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

দারুণ জয়ে শিরোপা আশা বাঁচিয়ে রাখলো ইন্টার মিলান

ক্রীড়া প্রতিবেদক

এক ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারতো জুভেন্টাসের। তবে শেষ ম্যাচে হেরে বসে তারা। ভালো একটি সুযোগ আসে শিরোপার রেসে একটু পিছিয়ে থাকা ইন্টার মিলানের। আর সেই সুযোগের ভালো কাজে লাগিয়েছে তারা। পয়েন্ট তালিকার নীচের দিকের দল জেনোয়াকে ৩-০ গোলে পরাজিত করে ইন্টার মিলান সিরি এ লীগে দ্বিতীয় স্থানে উন্নীত হয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের উপর মনোস্তাত্বিক চাপ সৃষ্টি করেছে। এতে করে ইন্টার মিলানের শিরোপার স্বপ্ন একটু হলেও বেঁেচ থাকলো।
ইন্টারের পক্ষে রোমেলু লুকাকু দুটি এবং অ্যালেক্সিস স্যানচেজ একটি গোল করেন। ইন্টার এ ম্যাচ জিতে ৭৬ পয়েন্ট নিয়ে আটালান্টাকে পেছনে ফেলেছে। তারা জুভেন্টাসের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে আছে এবং খেলা বাকি আছে দুটি। অপর দিকে রবিবার স্যাম্পদোরিয়ার বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। এ ম্যাচ জিতলেই তারা লীগ শিরোপা জিতবে। সাম্প্রতিক সময়ে তাদের পারফরমেন্স মোটেও ভাল না। তাই আতঙ্কে আছেন সমর্থকরা। তারা শেষ ৫ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে।
জেনোয়া ৩৬ পয়েন্ট নিয়ে আছে ১৭তম স্থানে। এক ম্যাচ কম খেলে লেক্কে আছে ৩২ পয়েন্ট নিয়ে আছে ১৮তম স্থানে। ফলে তাদের রেলিগেশন রক্ষা পাওয়া এখনও অনিশ্চিত। লুকাকু দলের হয়ে প্রথম গোলটি করেন ৩৪ মিনিটে। ক্রিস্টিয়ানো বিরাঘির ক্রসে মাথা লাগিয়ে তিনি গোলটি করেন। ফ্রি কিক থেকে জেনোয়া সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। গরমের মধ্যে প্রতি তিন দিনে একটি করে ম্যাচ খেলতে হয় বলে আপত্তি জানিয়েছিলেন ইন্টারের কোচ। দ্বিতীয়ার্ধে তার দলের খেলা দেখে মনে হয়েছে সত্যিই খেলোয়াড়রা ক্লান্ত। ডিফেন্ডার আন্দ্রে র‌্যানোসিয়া একটি সুযোগ দিয়েছিলেন জেনোয়াকে। তবে তিনি আবার দ্রুত তা সামলে নেন। শেষ দশ মিনিটে দুই গোল করে ইন্টার ম্যাচটি নিজেদের করে নেয়। ভিক্টর মোজেজের নিচু ক্রস থেকে স্যানচেজ করেন দ্বিতীয় গোল। আর ইনজুরি টাইমে লুকাকু করে দলের তৃতীয় গোল। লীগে এটা ছিল তার ২৩তম গোল।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!