স্কোর: বাংলাদেশ ১৩৮/৩ (১৬ ওভার)
মাঠের সবচেয়ে বড় সীমানা দিয়ে নওয়াজকে উড়াতে চেয়েছিলেন লিটন। করেছিলেন স্লগ সুইপ। টাইমিং মেলাতে পারেননি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে লিটনের ক্যাচ ধরেন ওয়াসিম। সেখানেই শেষ হয় লিটনের ৪২ বলে ৬৯ রানের ঝকঝকে ইনিংস। ৬ চার ও ২ ছক্কায় ১৬৪.২৮ স্ট্রাইক রেটে সাজান ইনিংসটি। তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে তার জুটি ছিল ৮৮ রানের।
লিটনের ফিফটি, বাংলাদেশের একশ
সপ্তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নিয়েছেন লিটন দাশ। ৩১ বলে ফিফটি পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। এ ফরম্যাটে ছয় ইনিংস পর ফিফটির দেখা পেলেন তিনি। ২২ রানে পয়েন্টে তার ক্যাচ ছেড়েছিলেন শান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উইকেটের চারিপাশে দারুণ সব শটে এগিয়ে নেন নিজের রান, দলের পুঁজি। এদিকে লিটনের ফিফটির সঙ্গে সাকিবের সঙ্গে তার জুটির রান পঞ্চাশ ছাড়িয়েছে। ৩৪ বলে তাদের জুটির রান পঞ্চাশ ছাড়িয়েছে। বাংলাদেশও পেয়েছে দলীয় একশ রান।