খুলনা, বাংলাদেশ | ১২ আষাঢ়, ১৪৩১ | ২৬ জুন, ২০২৪

Breaking News

  নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে জাহাজের আগুন নিয়ন্ত্রণে
  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

দারিদ্র বিমোচনে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখছে : এমপি বাবু

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সুস্থ’ সবল জাতি গঠনে মাছ উৎপাদনের কোন বিকল্প নাই। এ জন্য বর্তমান শেখ হাসিনা সরকার মৎস্যখাতকে অধিক গুরুত্ব দিয়েছেন। দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার (২২ জুলাই) বিকালে পাইকগাছা উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী, অধ্যক্ষ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি। অনুষ্ঠান শেষে এমপি বাবু উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!