খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

দাদুভাই ছিলেন লোভ লালসার উর্দ্ধে একজন নিখাঁত ফুলটাইম পলিটিসিয়ান : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতির শতগুনের অধিকারী দাদুভাই ছিলেন রাজনীতির অভিভাবক ও খুলনার সমৃদ্ধ বিএনপির জনক। একজন সাচ্চা জাতীয়বাদাী নেতা দাদুভাই ছিলেন লোভ লালসার উর্দ্ধে একজন নিখাঁত ফুল টাইম পলিটিসিয়ান। রাজনীতির পাঠশালায় শিক্ষক। সততা নিষ্ঠা দেশপ্রেমে উদ্বুদ্ধ দাদুভাই প্রগতিশীল রাজনীতি দিয়ে যার যাত্রা মজলুম জননেতা মাওলানা ভাষানীর রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত হয়ে তার অবর্তমানে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির জনক মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ধারণ করে খুলনা অঞ্চলে সমৃব্ধ বিএনপি গড়ে তুলে ছিলেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে ও সকল গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান মানুষ মনে রাখবে অন্ততকাল। দেশ ও জাতীর কল্যাণে নিবেদিত প্রাণ মরহুম দাদুভাই আত্মকেন্দ্রীকতার উর্দ্ধে উঠে পরমত সহিষ্ণুতা ও মানবিকতা সমস্ত গুণাবালীর এক মহান নেতা। দাদুভাই বিএনপি কর্মীদের সাহস ও অনুপ্রেরণা।

নগরীর খালিশপুর থানা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র ও ভোটের অধিকারহীন বাংলাদেশে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাহসিকতার সাথে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়ে বলেন, দুর্নীতিতে ডুবন্ত দেশ বিচারহীনতা ও প্রতিহিংসার রাজনীতির দিয়ে আওয়ামীলীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করেছে। জননিরাপত্তা হুমকীর মুখে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অগ্নিমূল্য, সংবাদপত্রের স্বাধীনতা হুমকির মুখে, অপশাসনের বিরুদ্ধে বিএনপিকেই মাঠে নামতে হবে। নেতৃবৃন্দ জনগনকে প্রতিবাদ মুখর হয়ে বিএনপির নেতৃত্বে গণআন্দোলনে মাঠে নামার আহবান জানান। খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এ্যাড. ফজলে হালিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক মেয়র নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

অনুষ্ঠান পরিচালনা করেন ম শ আলম। দোয়া করেন মাওলানা মহিবুল্লাহ ও ইলিয়াসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দীপু, শাহিনুল ইসলাম পাখি, নিজামউর রহমান লালু, মুর্শিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ ইমাম হোসেন, জহর মীর, কাজী আব্দুল লতিফ, এড. মো. আলি বাবু, শামসুর রহমান, আশরাফ হোসেন, এইচ এম সালেক, হাবিবুর রহমান বিশ্বাস, ইমতিয়াজ আলম বাবু, জাকির হোসেন, নিরু কাজী, লিটন খান, খোদা বক্স কোরাইশী কালু, মনিরুজ্জামান মনি, মশিউর রহমান খোকন, কাজী ফজলুল রহমান টিটো, তসলিম মাষ্টার, নিঘাত সীমা, আনজিরা খাতুন, পারুল বেগম, জাহিদুল ইসলাম, জাহিদুর রহমান রিপন, সাইফুল ইসলাম সান্টু, শাহিন উদ্দিন, মাহবুব হোসেন বাবুল, গাজী সালাউদ্দিন, বাবুল মুন্সি, বারেক হাওলাদার, আবুল কালাম, গোলাম মোস্তফা ভুট্রো, শামসুদ্দিন ডিয়ার, ইব্রাহিম খলিলউল্লাহ, আব্দুস সালাম হাওলাদার, সেলিম কাজী, মঈন উদ্দিন নয়ন, আব্দুল হাই কালু, সদানন্দ সত্য, বাবু মাসুদ, আল মামুন সরদার, কাজী সালমান, মেহেদী, মামুন পাটোয়ারি প্রমুখ।

 

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!