খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

দাদু ভাইয়ের ইন্তেকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের শোক

নিজস্ব প্রতিবেদক

খুলনার বর্ষিয়ান রাজনীতিক এম নূরুল ইসলাম দাদুভাইয়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুরুপ বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোক বিবৃতিতে বার্তায় বলেছেন, বিষিষ্ট ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মজলুম জননেতা মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক সংসদ সদস্য এম নূরুল ইসলাম দাদুভাই আজ সকাল ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শোক বার্তায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিশিষ্ট ভাষা সৈনিক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তম-এর জাতীয়তাবাদী দর্শনের বলিষ্ঠ অনুসারী মরহুম এম নূরুল ইসলাম দাদুভাই নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবীদ। হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ। জনকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলে তিনি এলাকাবাসীর পরম আপনজন। তিনি সমাজসেবায় বিভিন্ন কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
তিনি বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাস করতেন বলেই বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে তার নিজ এলাকায় দলকে শক্তিশালী করেছিলেন। আমৃত্যু দলের সকল কর্মসূচিতে স্থানীয়ভাবে সফল করতেন। তিনি সংকীর্ণ মনোভাব নিয়ে রাজনীতি করতেন না, তার রাজনীতির মূল লক্ষ্যই ছিল সমাজসেবা, সেজন্য খুলনাবাসীর নিকট তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেশের বর্তমান টরম দুর্দিনে তার মতো একজন আদর্শনিষ্ঠ রাজনীতিকের পৃথিবী থেকে চিরবিদায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গভীরভাবে শোকাহত হয়েছেন।

তিনি মরহুম এম নূরুল ইসলাম দাদুভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অনুরুপ বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!