খুলনার দাকোপ উপজেলায় কৈলাশগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে বালু তোলার জন্য এক জনের কাছ থেকে জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার কৈলাশ গঞ্জ ইউনিয়নে চড়াধর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আদালতে নেতৃত্ব দেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জুবায়ের জাহাঙ্গীর।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে ভদ্রা নদীর চড়াধর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল জুয়েল শেখ (৩৭)। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু তোলার ড্রেজার মেশিনসহ উত্তোলনকারী জুয়েল শেখ কাছ থেকে বালি ব্যবস্থাপনা ও মাটি আইনে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে