স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দন ফাউন্ডেশন এবং বাংলাদেশ কোষ্ট গার্ডের যৌথ উদ্যোগে ‘জীবন খেয়া’ নামক ভাসমান হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর খুলনার দাকোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা প্রদানের মাধ্যমে এদের যাত্রা শুরু হয় ।
উপকূলীয় এলাকা এবং চরাঞ্চলের মানুষের বিনা মুল্যে চিকিৎসা সেবা দেবার জন্য এই ভাসমান হাসপাতালটি চালু করা হয়েছে বলে জানান বিদ্যানন্দন ফাউন্ডেশনের মেডিকেল টিম প্রধান ডা: হোসাইন করিম।
হাসপাতালে ৮জন চিকিৎসক, ২জন দন্ত এবং ২জন চুক্ষ বিশেষজ্ঞ নিয়ে আগামী দুই মাস ধরে খুলনা, বরিশাল, চাদপুর, মুন্সীগঞ্জ, লক্ষীপুর হয়ে নোয়াখালীর ২০টি স্পটে তার ক্যাম্প করে এই চিকিৎসা প্রদান করবেন ।
ডা: হোসাইন করিম আরো জানান, বানীশান্তা পল্লীতে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি, বিনামূল্যে ঔষুধ প্রদান এবং ত্রাণ বিতরন কার্ষক্রম করবেন।
খুলনা গেজেট/নাফি