খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট
খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লীগ

দল বদলের শেষ দিনে আরও ১৮ জনের টোকেন গ্রহণ

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লীগের দল বদলের শেষ দিনে আরও ১৮জন খেলোয়াড় টোকেন গ্রহণ করেছেন। এ নিয়ে ৩দিনে মোট ৩৭জন খেলোয়াড় টোকেন গ্রহণ করলেন। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর ১৯জন খেলোয়াড় টোকেন গ্রহণ করেছিলেন।

সোমবার (১৮ অক্টোবর) টোকেন গ্রহণকারী খেলোয়াড়রা হলেন মো. বেলাল হোসেন (মোহামেডান), মো. আশা (মহেশ্বরপাশা), মো. এরশাদ (মহেশ্বরপাশা), আরিফুল ইসলাম বাবু (মহেশ্বরপাশা), মনিরুল ইসলাম (ঊল্কা), মো. মোস্তফা কামাল (আবাহনী), শেখ আবিদ হোসেন (শেখ কামাল), মো. ইয়াসিন (মোহামেডান), সুব্রত মণ্ডল (মোহামেডান), জাহিদুল ইসলাম টোটন (ব্রাদার্স ইউনিয়ন), হাসান আল মামুন (শেখ কামাল), মো. জাকির হোসেন (লিটন স্মৃতি সংসদ), জিয়াউর রহমান (ইয়ং রেডসান ক্লাব), মো. ইরান শেখ (ডুমুরিয়া তরুন সংঘ), সাধন দে (মহেশ্বরপাশা), শান্ত ইজারাদার (ইয়ং রেডসান ক্লাব), রাকিব হোসেন (আবাহনী) ও আলী আকবর (মোহামেডান)।

লীগে বহিরাগত ৮ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। মাঠে খেলতে পারবে ৪জন। বিদেশী খেলোয়াড় গ্রহণযোগ্য নহে।

বিস্তারিত জানতে জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির সঙ্গে যোগাযোগ করতে হবে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!