আসন্ন খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লীগের দল বদলের শেষ দিনে আরও ১৮জন খেলোয়াড় টোকেন গ্রহণ করেছেন। এ নিয়ে ৩দিনে মোট ৩৭জন খেলোয়াড় টোকেন গ্রহণ করলেন। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর ১৯জন খেলোয়াড় টোকেন গ্রহণ করেছিলেন।
সোমবার (১৮ অক্টোবর) টোকেন গ্রহণকারী খেলোয়াড়রা হলেন মো. বেলাল হোসেন (মোহামেডান), মো. আশা (মহেশ্বরপাশা), মো. এরশাদ (মহেশ্বরপাশা), আরিফুল ইসলাম বাবু (মহেশ্বরপাশা), মনিরুল ইসলাম (ঊল্কা), মো. মোস্তফা কামাল (আবাহনী), শেখ আবিদ হোসেন (শেখ কামাল), মো. ইয়াসিন (মোহামেডান), সুব্রত মণ্ডল (মোহামেডান), জাহিদুল ইসলাম টোটন (ব্রাদার্স ইউনিয়ন), হাসান আল মামুন (শেখ কামাল), মো. জাকির হোসেন (লিটন স্মৃতি সংসদ), জিয়াউর রহমান (ইয়ং রেডসান ক্লাব), মো. ইরান শেখ (ডুমুরিয়া তরুন সংঘ), সাধন দে (মহেশ্বরপাশা), শান্ত ইজারাদার (ইয়ং রেডসান ক্লাব), রাকিব হোসেন (আবাহনী) ও আলী আকবর (মোহামেডান)।
লীগে বহিরাগত ৮ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। মাঠে খেলতে পারবে ৪জন। বিদেশী খেলোয়াড় গ্রহণযোগ্য নহে।
বিস্তারিত জানতে জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির সঙ্গে যোগাযোগ করতে হবে।
খুলনা গেজেট/ এস আই