বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। নগরীর প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যেতে হবে। সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, দলে কোন মাদক ব্যবসায়ী ভূমিদস্যুর স্থান হবে না। যারা তাদের ব্যাপারে সুপারিশ করবে সংগঠন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংসদ মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহ্মেদ, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহাজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চান ফারাজী, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, শেখ ইউনুস আলী, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, আবুল কালাম আজাদ, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর গাউসুল আযম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন।
সভায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে রাত ১২.০১ মিনিটে শহীদ হাদিস পার্কে শ্রদ্ধা নিবেদন। এসময়ে থানা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করবে। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয় হতে প্রভাত ফেরি এবং প্রভাত ফেরি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করার সিদ্ধান্ত হয়।
সভায় ২১নং ওয়ার্ডে সাম্প্রতিককালে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমরানুল হক বাবু সংগঠন ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত হওয়ায় সদর থানা আওয়ামী লীগ তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন। এমরানুল হক বাবু কারণ দর্শানোর জবাব সভায় উত্থাপিত হলে সেটি সন্তোষজনক হয়নি বলে সকল সদস্য একমত পোষণ করেন। সংগঠন ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত হওয়ায় এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। একইসাথে জামিরুল হুদা জহরকে আহ্বায়ক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজি আমিনুল হক, শ্যামল সিংহ রায় ও শামছুজ্জামান মিয়া স্বপনকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় ২৩ ফেব্রুয়ারি মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা আহ্বান করা হয়।
খুলনা গেজেট/ টি আই