দলিতদের অধিকার প্রতিষ্ঠায় সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা খুলনার মহেশ্বরপাশা রেলিগেটে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা “দলিত” ‘র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলী বর্ননা করেন সংস্থার হেড অফ প্রোগ্রাম বিকাশ কুমার দাস। কর্মশালাটি পরিচালনা করেন সেইড প্রকল্প ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন।
ইউএসএইড এর প্রোমোটিং অ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচিটি কাউন্টারপার্ট ইন্টারন্যাশলার এর কারিগরি সহযোগিতায় স্থানীয় দলিত সংস্থাকে সাথে নিয়ে দলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে স্ট্রেনদেনিং অ্যাডভোকেসি ইনিশিয়েটিভ অব দলিত কমিউনিটি সেইড) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০২৪ আগস্ট পর্যন্ত বাস্তবায়িত হবে।
কর্মশালায় খুলনার ৫ টি নির্বাচনী এলাকার ২৫ জন কমিউনিটি লিডার অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে দলিত প্রতি বৈষম্য হ্রাসকরণ, বিভিন্ন রাজনৈতিক দল ও সেবাসমূহে দলিতদের অন্তভূক্তির ক্ষেত্রে যে সকল সমস্যাসমূহ রয়েছে তা দলিত সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চিহ্নিত করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী দলিত সমপ্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, যুবক-যুবতী ও নারী নেতৃবৃন্দ তাদের উপর বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন।
খুলনা গেজেট / বিএম শহিদুল