খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

‘দরদ’ দেখতে যাচ্ছেন শাকিব, সঙ্গে থাকছে একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক

গেল সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমা। গত ১৫ নভেম্বর থেকে একযোগে বাংলাদেশ, আমেরিকা, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে এই ছবি।

রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’-এ দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন শাকিব। তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের।

এদিকে ‘দরদ’ মুক্তির সময়ে ‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। যে কারণে এখনও প্রেক্ষাগৃহে গিয়ে নিজের সিনেমাটি উপভোগ করতে পারেননি তিনি। তবে এবার সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামী ২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িকা প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে ‘দরদ’-এর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কেনা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন। ছবিটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও সিনেমা কর্ম পরিকল্পনা জানাবেন। শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে ‘দরদ’ উপভোগ করবেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থবিরতা বিরাজ করলেও দর্শক সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে ‘দরদ’ দেখতে যাচ্ছেন। যে কারণে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাকিব।

নায়ক বলেন, প্রথমদিন থেকে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধম্যে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও ‘দরদ’ ভরা ভালোবাসা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!