খুলনা, বাংলাদেশ | ২৮ কার্তিক, ১৪৩১ | ১৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১১
  মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে এক আইনজীবীর লিগ্যাল নোটিশ
  গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সংস্কার কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

দখিনা’র সভাপতি পল্টু খান, সাধারণ সম্পাদক রফিক

গেজেট ডেস্ক 

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সমন্বয়ে গঠিত অরাজনৈতিক জন ও সমাজ কল্যাণমূলক সংগঠন দখিনা’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ত্রি-বার্ষিক সম্মেলন এবং সংবর্ধনা শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও পাইকগাছা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান স. ম. বাবর আলী, পরিচালক মো. শাহীনুজ্জামান (উপসচিব), বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এবং খুলনা প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, সাহিত্য মজলিসের সভাপতি কবি শাহিনা বাবর।

সভায় দখিনা’র ত্রি-বার্ষিক সম্মেলনে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। স. ম. বাবর আলী, এ্যাডভোকেট আব্দুল জব্বার মোল্লা, শেখ আব্দুল্লাহ, প্রকৌশলী মো. আব্দুল আজিজ, অধ্যাপক মো. জোবায়ের হোসেন ও ডাঃ মুহাম্মাদ কাওসার আলী গাজীকে উপদেষ্টা করা হয়।

২০২৪-২০২৬ সেশনে কার্য-নির্বাহী কমিটিতে সভাপতি ওহিদুজ্জামান খান পল্টু, সহ-সভাপতি যথাক্রমে ড. মো. হারুনর রশিদ, মো. ইউনুস আলী গাজী, অধ্যক্ষ এ কে এম গোলাম আযম, প্রফেসর অশোক কুমার ঘোষ, প্রফেসর এস এম মাহবুবুর রহমান, খুরশিদ আলম কাগজি, এস এম আকবর হোসেন, রোটাঃ এস এম মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় জি.এম. ইউনুস আলী, মো. শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক জি.এম. মইন উদ্দিন, দপ্তর সম্পাদক মো. রাশেদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক খোকন, সমাজকল্যাণ সম্পাদক এমডি আশরাফ হোসেন, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. খলিলুর রহমান, মানবাধিকার সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, ক্রীড়া সম্পাদক জি.এম রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিক এ্যাড. শারমিন মারিয়া মুক্তি, নির্বাহী সদস্য যথাক্রমে রোটাঃ এ্যাড. হেমন্ত সরকার, জাহিদ হাবিব, মো. সেকেন্দার, মো. নুরুল ইসলাম কালু, জি এম নজরুল ইসলাম, মো. জহির হোসেন, জি এম আব্দুস সাত্তার, আবুবকর সিদ্দিক নান্না, হাসিবুর রহমান রকি, কাজী আমিনুল ইসলাম, শেখ মইনুল ইসলাম জুয়েল, গাজী আব্দুল্লাহ আল ফাহাদ।

-সংবাদ বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!