অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশকারী চার বাংলাদেশি ও চার পাকিস্তানি নাগরিকে আটক করেছে দেশটির পুলিশ। আটকের একটি ভিডিও দেশটির দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জোহানসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ফায়ার হাইড্রেন্টের মধ্য দিয়ে নিরাপত্তা এড়ানোর চেষ্টা করেছিলেন আটকৃতরা। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে বুধবার দোহা হয়ে কাতারের একটি ফ্লাইটে তারা জোহানসবার্গ ও আর টাম্বো আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছায়।
নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিতে বিমানবন্দরে ফায়ার হাইড্রেন্টের স্থানে ঢুকে পড়ে তারা। শনিবার পুলিশ সেখানে থেকে বের করে আনে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যারন মোতসোআলেদি বলেছেন, বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকরা ওআর টাম্বো বিমানবন্দরের মাধ্যমে দেশে প্রবেশের জন্য এসওয়াতিনি ও মোজাম্বিকের রুট ব্যবহার করেছিল।
মন্ত্রী বলেছেন, বিমানবন্দরে কোনো দুর্নীতি বা অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
দেশটির পরিবহনমন্ত্রী ফিকিলে এমবালুলা বলেছেন, অবৈধ অভিবাসন ও দুর্নীতির তথ্য নিশ্চিত হওয়ার পর বিমানবন্দরে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবস্থার উন্নতির নিয়ে কাজ চলছে।
অবৈধভাবে দেশটিতে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের সঙ্গে কাজ করে এমন ব্যক্তি ও সিন্ডিকেটগুলোকে শাস্তি আওতায় আনতে বিশেষ বাহিনী কাজ করছে বলে জানায়, দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।