রুবল লোদী মঞ্চ, টিভি ও সিনেমার অভিনেতা। তার গ্রামের বাড়ি বগুড়ায়। বগুড়ায় ১৯৯২ সালে থিয়েটারে ‘মানুষ এবং’ নাটকে অভিনয়ের মধ্য দিয়েই তার অভিনয়ে যাত্রা শুরু হয়। এরপর তিনি আরো অভিনয় করেন ‘কথা পুন্ডবর্ধন’ ও ‘কৈবত বিদ্রোহ’ নাটকে।
২০১২ সালে তিনি ঢাকা থিয়েটারে যোগ দেন। ঢাকা থিয়েটারের হয়ে তিনি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় ‘টেম্পেস্ট’ নাটকে অভিনয় করেন। ঢাকা থিয়েটারের এই একটি নাটকেই তিনি অভিনয় করার সুযোগ পেয়েছেন। এই নাটকের প্রধান চরিত্র প্রসপেরো চরিত্রে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।
টিভিতে রুবল লোদী অভিনীত প্রথম নাটক ছিল গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘নকশী পাড়ের মানুষেরা’। এরপর তিনি আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাজীবুল ইসলাম রাজীবসহ অনেকের নাটকে অভিনয় করেছেন।
তার অভিনীত প্রথম সিনেমা তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’।
রুবল লোদী অভিনীত বেশ কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো হলো মোস্তাফির্জু রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’, ‘আশীর্বাদ’, গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পূণ্য’, সৈয়দ নিগার বানুর ‘নোনা পানি’। প্রতিটি সিনেমা নিয়েই তিনি ভীষণ আশাবাদী।
পেশাগত কাজ নিয়ে রুবল লোদী বলেন, থিয়েটারে পেশাদারিত্ব আসুক, এটাই চাই আমি। বলা যায় এক জীবনে আমার এটাই সবচেয়ে বড় চাওয়া।
আর আমি একজন ভালো অভিনেতা হতে চাই। সবসময়ই চাই নিজের কাছে আসা চরিত্রগুলোকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে। একজন ভালো অভিনেতা হিসেবে দর্শকের মনে ঠাঁই করে নিতে চাই