তেলের দাম ২৩ শতাংশ বৃদ্ধি সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। শনিবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক একথা বলেন।
তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায়, সরকার বেশি দামে তেল বিক্রি করে গত ৬ বছরে ধরে একচেটিয়া মুনাফা করেছে। এতে সরকার প্রায় ৬৩ হাজার কোটি টাকার বেশি আয় করেছে। কিন্তু একলাফে ২৩ শতাংশ তেলের মূল্য বৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত বলে দাবি করেন তিনি।
যে প্রক্রিয়ায় দাম বাড়ানো হয়েছে তা অবৈধ উল্লেখ করে মোজ্জাম্মেল হক বলেন, জ্বালানি দাম বাড়ানোর কোন ক্ষমতা মন্ত্রণালয়ের নেই। সরকার গায়ের জোরে এই সিদ্ধান্ত নিয়েছে। পরিবহণ মালিকরা ইচ্ছেমতো ভাড়া বাড়ানোর পাঁয়তারা করছে।
এ সময় জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও পরিবহণ ধর্মঘটের নামে মালিকদের নৈরাজ্য বন্ধের আহ্বান জানান তারা।
খুলনা গেজেট/ এস আই