তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট আহমাদ উল্লাহ পিলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার (২৫ মে) সন্ধ্যায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।আগামীকাল সোমবার (২৬ মে) সকাল দশটায় খুলনায় প্রথম জানাজা ও জোহরবাদ উপজেলার কাটেঙ্গার বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে আহমাদ উল্লাহ পিলুর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ,এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এদিকে, এডভোকেট আহমাদ উল্লাহ পিলু-এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন এবং তেরখাদার উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার মৃত্যুতে উপজেলাবাসী একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও গুণী আইনজীবী হারাল।
খুলনা গেজেট/এএজে