খুলনা জেলার উত্তর প্রান্তের উপজেলা তেরখাদার ১০১টি পূজা মন্ডপকে এবারে স্পর্শকাতর হিসেবে চিহিৃত করেছে প্রশাসন। স্পর্শকাতর পূজা মন্ডপের প্রত্যেকটিতে একজন করে পুলিশ অফিসারের নেতৃত্বে ১০ জন নিরাপত্তা কর্মী নিয়োজিত করা হবে। তার মধ্যে একজন স্বশস্ত্র পুলিশ ও একজন আনসার থাকবে। গত বছরে এ উপজেলায় পূজা মন্ডপের সংখ্যা ছিল ১০৪টি। করোনায় ঝুঁকির কারণে এবারে মন্ডপের সংখ্যা কমানো হয়েছে।
আগামী ২২ অক্টোবর থেকে শারদীয় দূর্গা উৎসব শুরু হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত ৪ অক্টোবর অনুষ্ঠিত শারদীয় দুর্গা উৎসব উদযাপন কমিটির সভায় এ তথ্য প্রকাশ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভার সিদ্ধান্তে উল্লেখ করা হয়, মন্ডপে এবারের দর্শণার্থীদের প্রবেশের সময় শরীরের তাপমাত্রা দেখার জন্য থার্মাল যন্ত্র ব্যবহার করা হবে। দর্শণার্থীদের ব্যর্থতামুলক মাস্ক ব্যবহার, নূন্যতম তিন ফুট শারীরিক দুরত্বতা, মন্ডপের প্রবেশদ্বারে জীবানুনাশক ট্যানেল স্থাপন ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। মন্দিরের বাইরে এবারে আলোক সজ্জা করা যাবে না। বিজয়া দশমীতে শোভা যাত্রা নিষিদ্ধ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, সকল থানায় এবং খুলনা সার্কিট হাউজে কন্ট্রোল রুম স্থাপন করা হবে।
জেলা প্রশাসনের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, মন্ডপে প্রবেশে ইচ্ছুক ব্যক্তিদের দেহ তল্লাশি করা হবে। স্পর্শকাতর পূজামন্ডপগুলো চিহিৃত করে অতিরিক্ত পুলিশী টহলের ব্যবস্থা থাকবে।
তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, খুব শিগগরিই আইন-শৃঙ্খলা কমিটির সভা আহ্বান করে মন্ডপগুলোর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে এবং সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে দূর্গোৎসব পালিত হবে বলে তিনি আশাবাদী।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা উপজেলার সকল পূজামন্ডপ স্পর্শকাতর এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। গত মাসের শেষ দিকে পূজামন্ডপ গুলোর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ জানতে পেরে সকলেই সন্তোষ প্রকাশ করেন। উপজেলা সদর কেন্দ্রিক পূজামন্ডপগুলো গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। আগামী সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মন্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে সভা আহ্বান করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম