তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা ও সহকারী কমিশনার (ভূমি) মমতাজ বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করায়, মেয়াদ উত্তীর্ণ প্রশাধনী বিক্রয়, পণ্য তালিকা না টাঁটানো সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলা সদরের ৩টি বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করে। গত বুধবার () বিকালে উপজেলা সদরের কাটেংগা, জয়সেনা ও তেরখাদা বাজারের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানার ওসি (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায় ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো-কাটেংগা বাজারের আজিম এর দোকানে ৫০০ টাকা, জয়সেনা বাজারে চিত্রা স্টোর ১০ হাজার টাকা, জাকারিয়া ট্রেডার্সে ৫০০ টাকা, মাস্ক ব্যবহার না করায় জয়সেনা এলাকার মোঃ শহীদ মোল্যা ৫০০ টাকা, মফিজ ৫০০ টাকা, কাটেংগা এলাকার শাহাজাহান ৫০০ টাকা, কাটেংগা বাজারের টনির কসমেটিক্স এর দোকান ১০ হাজার টাকা সহ অন্য আরএক ব্যবসা প্রতিষ্টানে ২ হাজার টাকা মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
খুলনা গেজেট/এমবিএইচ