খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

তেরখাদায় ভিডিও কনফারেন্সে এমপি সালাম মুর্শেদীর সোলার প্যানেল বিতরণ

তেরখাদা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সোলার প্যানেল খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর মাধ্যমে তেরখাদার বারাসাত ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২ টায় বারাসাত ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভার উদ্বোধন করেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ বেগম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, থানার ওসি(ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা আ’লীগ নেতা আলহাজ্ব মকবুল হোসেন।

অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বরদ্বয় ইকরাম হোসেন, চাঁন মিয়া মুন্সী, পলাশ সেখ, তহিদুল ইসলাম, রিনা বেগমসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!