পলিথিন ব্যাগ বিক্রি বা ব্যবহার সরকার থেকে একেবারেই নিষিদ্ধ ঘোষণা থাকলেও সেটা তেরখাদা উপজেলার কেউই মানছে না। ক্রেতা বিক্রেতা ও ব্যবহারকারী সকলে যেন পরিবেশ রক্ষাকারী এ আইনের প্রতি বুড়ো অঙ্গুল দেখিয়ে চলেছেন। ফলে পলিথিনের ব্যবহার বেড়েই চলেছে।
জানা যায়, তেরখাদা উপজেলা সদরের কাটেংগা, জয়সেনা ও উপজেলার বিভিন্ন এলাকায় প্রত্যেকটি বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বাড়ছে। কাগজের নেট ও পাটের ব্যাগের তুলনায় সস্তা হওয়ায় দোকানীরা পলিথিন ব্যাগ বিক্রির দিকে ঝুকে পড়েছেন। তারা মাছ, তরকারি সহ যাবতীয় পণ্য সামগ্রী বিক্রিতে পলিথিন ব্যবহার করে চলেছেন। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্য পরিবেশের মারাত্মক ক্ষতিকারক এই পলিথিন ব্যাগ প্রকাশ্যে বিক্রি করলেও প্রশাসন রয়েছে নির্বিকার। তেরখাদা উপজেলা সদরের ৩টি বাজার সহ নাচুনিয়া, বরইতলা, শেখপুরা, সাচিয়াদাহ ,পাতলা, কুমিরডাঙ্গা, ছাগলাদাহ বাজারে অধিকাংশ মুদি কসমেটিক্স দোকানে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ।
পলিথিন ব্যাগ ব্যবহারের অধিক আকর্ষনের কারণ হিসেবে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, এটি খুব সহজেই ব্যবহারযোগ্য ও তুলনামূলক দামে অনেক কম বলেই তাদের ব্যবহারের প্রতি আগ্রহ বেশি। মাছ বিক্রেতাগণ বলেন, ক্রেতা সাধারন সহজেই এটি পছন্দ করে। বিশেষ করে আমাদের মাছ বাজারে পলিথিনের ব্যবহারটা বেশি হয়, কারণ বেশিরভাগ মাছ ক্রেতারাই মাছ কিনতে ব্যাগ নিয়ে আসেনা। ফলে বাধ্য হয়ে আমাদের পলিথিন দিতে হয়।
ইতোপূর্বে তেরখাদা উপজেলা সদরের বাজার সহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জেল জরিমানা করলে তাতেও থেমে থাকেনি অবৈধ পলিথিন ক্রয় বিক্রয়।
খুলনা গেজেট/ এম কে