খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি
সংবাদ সম্মেলনে অভিযোগ

চাচাতো ভাইয়ের বসতভিটা দখলে গুমের হুমকি পুলিশ সহোদরদের

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদা উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় বসতভিটা জবর দখলে হতদরিদ্র অসহায় চাচাতো ভাইকে গুম করে ফেলার হুমকি দিচ্ছে সহোদর তিন পুলিশ সদস্য। ফলে পূর্ব পুরুষের বসতভিটায় স্ত্রী ও তিন কণ্যা সন্তান নিয়ে বসবাসে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দিনমজুর আব্দুল মান্নান শেখ। রবিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সহোদর এই তিন ভাই পুলিশে চাকরির সুবাদে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে। সম্প্রতি আমার বসতভিটা জবর দখলের পায়তারা দিচ্ছে তারা। তার বসতভিটা ৪০৫নং দাগের সম্পত্তি রেকর্ড করে নিতে পায়তারা দিচ্ছে মৃত আব্দুল আজিজ শেখের ছেলে এএসআই নাসির শেখ, কনস্টেবল মনির শেখ ও এএসআই জাবেদ শেখ। বসতভিটা ছেড়ে না দিলে ওরা পুলিশ তিন ভাই তাকে গুম করে ফেলার হুমকি দিচ্ছে। জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ছুটিতে ফিরে তার বাড়ীতে বিভিন্ন সময়ে ভাঙচুর করে তারা। তিনটি কণ্যা সন্তানের সম্ভ্রমহানীও ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে, স্থানীয় সংসদ সদস্য, পুলিশ সদর দপ্তর, রেঞ্জ ডিআইডি, জেলা পুলিশ সুপার ও তেরখাদা থানায় একাধিকবার লিখিত অভিযোগ করলেও সুফল পাননি তিনি। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তারপক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মেঝ মেয়ে মোছাঃ কানিজ ফাতেমা।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!