পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তেরখাদায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে তেরখাদা থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এস এম রাজু আহমেদ।
তেরখাদা থানার ওসি (চলতি) স্বপন কুমার রায়ের সভাপতিত্বে ও থানার এস আই নাজমুল হুদার পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, বিশিষ্ট আ’লীগ নেতা বদরুল আলম বাদশা, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসীন, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কর, ছাগলাদাহ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান সেলিম আহমেদ, মুক্তিযোদ্ধা সরদার আমীর হোসেন, থানার এস আই শফিকুল ইসলাম, এস আই রাশেদুল হক, এস আই সবুজ গাজী, এস আই মোঃ নাজমুল, এস আই লিটন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এস এম রাজু আহমেদ তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/নাফি