তেরখাদায় যুবলীগ নেতা কাজী বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে পুলিশের একটি দল রুপসা উপজেলার চাঁদপুর এলাকা থেকে থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বিপ্লব কাজী তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। সে উপজেলার ইছামতি গ্রামের জাহিদুল কাজীর ছেলে।
এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, যুবলীগ নেতা বিপ্লব কাজীর বিরুদ্ধে তেরখাদা থানাসহ রুপসা থানায় একাধিক মামলা রয়েছে যার মধ্যে মারধর, চুরি, অস্ত্র ব্যবহার এবং অন্যান্য অপরাধের অভিযোগ আছে। এছাড়া বিস্ফোরক দ্রব্য আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
খুলন্বা গেজেট/ টিএ