খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানে হারাল বাংলাদেশ
  গোপালগঞ্জে কারফিউ চলবে
  গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

তেরখাদায় বিশিষ্ট শিক্ষানুরাগী এস, এম, এ মজিদকে স্মরণ

তেরখাদা প্রতিনিধি

উত্তর খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস. এম. এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম শাহ মোস্তফা আহমেদ মজিদের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক স. ম. এনামুল হক। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মো. মেহেদী হাসান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী পাপিয়া।আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সৈয়দ শামীম আক্তার, বশির হোসেন, শিক্ষক প্রতিনিধি গোলাম আযম, হাফসা চৈতি, মঞ্জিলা খাতুন ও মুক্তার ফকির।

এছাড়াও বক্তব্য দেন অভিভাবক প্রতিনিধি দীন মোহাম্মদসহ আরও অনেকে। বক্তারা বলেন, মরহুম শাহ মোস্তফা আহমেদ মজিদ শুধুমাত্র একজন শিক্ষানুরাগীই ছিলেন না, তিনি ছিলেন এক নিরলস সমাজসেবক ও আলোকবর্তিকা, যিনি সারা জীবন এলাকার মানুষের শিক্ষা ও উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তাঁর দূরদর্শিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয় আজও সুনামের সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে খুলনার কৃতিসন্তান, বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিক ও দেশপ্রেমিক এস. এম. এ মজিদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!