দুই সপ্তাহের ব্যবধানে তেরখাদা উপজেলার বিভিন্ন হাট-বাজারে দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে দ্বিগুণ। ২৫ টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতাসহ খুচরা ব্যবসায়ীরা। মূলত দেশি ও ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম বাড়ার মূল কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।
শনিবার (১৯ এপ্রিল) উপজেলা সদরের কাটেংগা সবজি বাজার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুই সপ্তাহ আগে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৫ থেকে ২৭ টাকা কেজি দরে। গত ১৪ দিনের ব্যবধানে সেই পেঁয়াজ আজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। পেঁয়াজের দাম বাড়ায় হিসেব মিলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা।
কাটেংগায় বাজার করতে আসা বাদশা শেখ বলেন, বাজারে সব ধরনের সবজির দাম আগের থেকে একটু বেড়েছে। পেঁয়াজের দামটা নাগালের মধ্যে ছিল। আজ বাজারে এসে দেখি পেঁয়াজের দামও দ্বিগুন।
জয়সেনা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সোহেল শেখ বলেন, হঠাৎ করেই পেঁয়াজের দামটা বেড়ে গেছে। দেশি পেঁয়াজের পাশাপাশি ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে গেছে। যার জন্য পেঁয়াজের দামটাও বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের আমদানি বাড়লে আবারও দাম কমে যাবে বলে আশা করছি।
খুলনা গেজেট/এএজে