“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার তেরখাদায় শুরু হয়েছে তিন দিনব্যাপি ভূমি মেলা। রোববার (২৫ মে) সকালে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা পরিষদে ভূমি অফিসের সামনে মেলার উদ্বোধন শেষে র্যালি অনুষ্ঠিত হয়।
অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন,কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে এই মেলা শুরু হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
তেরখাদা উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় এ মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা,সার্ভেয়ার বাবুল আকতার সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
খুলনা গেজেট/এমএম