খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

তেরখাদায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

তেরখাদা প্রতিনিধি

দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষনা করা, সংখ্যানুপতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধকৃত সকল মিল কল-কারখানা চালু, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, আহতদের সুস্থ্যতা বিচার ও বীর শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও গণসমাবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা উপজেলা শাখা। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ডে অস্থায়ী মঞ্চ বসিয়ে এ গণ সমাবেশ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা উপজেলা শাখার সভাপতি মুফতি ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওঃ ইউনুস আহমাদ। উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ নাইমুল ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মাওঃ আব্দুল্লাহ ইমরান, সহ- সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারী মো. রেজাউল করিম, খুলনা মহানগর শাখার সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ হারুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুস সাত্তার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মুহম্মাদ ফরহাদ মোল্যা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তেরখাদা উপজেলা শাখার আহবায়ক মুফতি আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের তেরখাদা উপজেলা শাখার সাবেক সভাপতি মাওঃ ইমাম হুসাইন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণ সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তব্যে নেতারা বলেন গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে নতুন বাংলাদেশের জন্ম হয়েছ। আগামীর বাংলাদেশে যেন একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা যায় সে কারণে নেতাকমর্মীদের একসঙ্গে থাকার আহবান জানান। গণ সমাবেশের শুরুতে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় নতুন বাসস্ট্যান্ড চত্বরে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!