তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি এলাকার তেরখাদা-কালিয়া সড়কের পাশে কলা বাগান থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে পারে।
এ বিষয়ে তেরখাদার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তেরখাদা সদরের রামমাঝি এলাকার একটি কলাবাগান থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলটি নড়াইল-তেরখাদার সীমান্তবর্তী এলাকা; প্রাথমিকভাবে ধারণা করছি- নড়াইল জেলার কোথাও হত্যাকান্ডের পর নিহতের লাশ তেরখাদা থানার মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা। থানায় নিয়ে নিহতের ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিবো।
খুলনা গেজেট/এনএম