খুলনা, বাংলাদেশ | ৫ আশ্বিন, ১৪৩১ | ২০ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৭
  ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩, তদন্ত কমিটি গঠন
  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

৬৪ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা

গেজেট ডেস্ক

তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গত রোববার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম। শেষ সময় পর্যন্ত মোট ৩৫২ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন। তাদের মধ্য থেকে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। মনোনয়নপ্রাপ্তরা হলেন,

খুলনা বিভাগ (৯টি পৌরসভা)

চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় মো. মতিয়ার রহমান; ঝিনাইদহে হরিণাকুণ্ডুতে মো. ফারুক হোসেন; কোটচাঁদপুরে মো. শাহাজান আলী; যশোরের মনিরামপুরে কাজী মাহমুদুল হাসান; নড়াইলে (সদর) আঞ্জুমান আরা; কালিয়ায় মো. ওয়াহিদুজ্জামান (হীরা); বাগেরহাটের মোরেলগঞ্জে এস. এম. মনিরুল হক; খুলনার পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর; সাতক্ষীরার কলারোয়ায় মো. মনিরুজ্জামান।

রংপুর বিভাগ (৪টি পৌরসভা)

দিনাজপুরের হাকিমপুরে এন, এ, এম, জামিল হোসেন চলন্ত; নীলফামারীর জলঢাকায় মো. মোহসীন; কুড়িগ্রামের উলিপুরে মো. মামুন সরকার; গাইবান্ধার গোবিন্দগঞ্জে খন্দকার মো. জাহাঙ্গীর আলম।

রাজশাহী বিভাগ (১২টি পৌরসভা)

বগুড়ার ধুনটে টি, আই, এম নুরুন্নবী; শিবগঞ্জে তৌহিদুর রহমান মানিক; গাবতলীতে মো. মোমিনুল হক (শিলু); কাহালুতে মো. হেলাল উদ্দিন কবিরাজ; নন্দীগ্রামে মো. আনিছুর রহমান; চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রহনপুরে মো. গোলাম রাব্বানী বিশ্বাস; নওগাঁর ধামইরহাটে মো. আমিনুর রহমান; নওগাঁয় (সদর) নির্মল কৃষ্ণ সাহা; রাজশাহীর তানোরের মুন্ডুমালায় মো. আমির হোসেন (আমিন); মোহনপুরের কেশরহাট মো. শহিদুজ্জামান; নাটোরের সিংড়ায় মো. জান্নাতুল ফেরদৌস; পাবনায় (সদর) আলী মুর্তজা বিশ্বাস।

বরিশাল বিভাগ (৮টি পৌরসভা)

বরগুনায় (সদর) মো. কামরুল আহসান (মহারাজ); পাথরঘাটায় মো. আনোয়ার হোসেন আকন; ভোলার বোরহানউদ্দিনে মো. রফিকুল ইসলাম; দৌলতখানে মো. জাকির হোসেন; বরিশালে গৌরনদীতে মো. হারিছুর রহমান; মেহেন্দিগঞ্জে কামাল উদ্দিন খান; ঝালকাঠির নলছিটিতে আ. ওয়াহেদ খাঁন; পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠীতে মো. গোলাম কবির।

ঢাকা বিভাগ (১২টি পৌরসভা)

টাঙ্গাইলে (সদর) এস, এম সিরাজুল হক; মির্জাপুরে সালমা আক্তার; ভূঞাপুররে মো. মাসুদুল হক মাসুদ; সখিপুরে মো. আবু হানিফ আজাদ; মধুপুরে মো. সিদ্দিক হোসেন খান; কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. শওকত উসমান; মুন্সীগঞ্জে (সদর) মোহাম্মদ ফয়সাল; গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ তোজাম্মেল হক টুটুল; রাজবাড়ীর পাংশায় মো. ওয়াজেদ আলী; শরীয়তপুরের নড়িয়ায় মো. আবুল কালাম আজাদ; ভেদরগঞ্জে আবদুল মান্নান হাওলাদার; জাজিরায় অধ্যাপক আবদুল হক কবিরাজ।

ময়মনসিংহ বিভাগ (৮টি পৌরসভা)

জামালপুরের সরিষাবাড়ীতে মো. মনির উদ্দিন; শেরপুরের নকলায় মো. হাফিজুর রহমান; নালিতাবাড়ীতে মো. আবু বক্কর সিদ্দিক; ময়মনসিংহের ভালুকায় এ, কে, এম মেজবাহ্ উদ্দিন; ত্রিশালে মো. নবী নেওয়াজ সরকার; গৌরীপুরে মো. শফিকুল ইসলাম হবি; ঈশ্বরগঞ্জে মো. হাবিবুর রহমান; নেত্রকোনার দুর্গাপুরে মো. আলা উদ্দিন।

সিলেট বিভাগ (৩টি পৌরসভা)

সিলেটের গোলাপগঞ্জে মোহাম্মদ রুহেল আহমদ; জকিগঞ্জে মো. খলিল উদ্দিন; মৌলভীবাজারে (সদর) মো. ফজলুর রহমান।

চট্টগ্রাম বিভাগ (৮টি পৌরসভা)

কুমিল্লার লাকসাম মো. আবুল খায়ের; বরুড়ায় মো. বক্তার হোসেন; চৌদ্দগ্রামে মো. মীর হোসেন মীরু; চাঁদপুরের হাজীগঞ্জে আ. স. ম. মাহবুব-উল আলম; ফেনীতে (সদর) মো. নজরুল ইসলাম স্বপন; নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে আক্তার হোসেন; হাতিয়ায় কে, এম ওবায়েদ উল্যাহ; লক্ষ্মীপুরের রামগঞ্জে মো. আবুল খায়ের পাটওয়ারী।

তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর।  নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।

উল্লেখ্য, ইসির তফসিল অনুযায়ী- প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এ সময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট হবে ১৬ জানুয়ারি। ৬১ পৌরসভার মধ্যে ইভিএমে ২৯টি পৌরসভায় ও ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট / কেএম / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!