ঢাকাসহ দেশের কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে আলাপ থাকলেও চট্টগ্রামে আপাতত চলছে রোদের তীব্রতা। আর কড়া সেই রোদের নিচে বাংলাদেশের নাভিশ্বাস তুলছেন দুই জিম্বাবুয়ান ব্যাটার নিক ওয়েলস এবং শন উইলিয়ামস। দুর্দান্ত এক পার্টনারশিপে বাংলাদেশের বিপক্ষে রেকর্ডের পাতাতেও নাম তুলেছেন দুজনে।
এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬০ রান। ক্রিজে আছেন ৫৫ রান করা শন উইলিয়ামস এবং ৫৪ রান করা নিক ওয়েলস।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে সকাল থেকেই দাপট ছিল জিম্বাবুয়ে ব্যাটারদের। মাঝে ব্রায়ান বেনেটকে অভিষিক্ত তানজিম হাসান সাকিব এবং বেন কারেনকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। সাফল্যের গল্পটা অবশ্য থেমেছে সেখানেই। এর আগে পরে বাংলাদেশের বোলারদের বেশ শাসনই করেছে জিম্বাবুয়ের ব্যাটাররা।
শন উইলিয়ামস যখন ক্রিজে আসেন দলের স্কোর ২ উইকেট হারিয়ে ৭২ রান। এরপরেই নিক ওয়েলসকে নিয়ে শন উইলিয়ামসের প্রতিরোধ শুরু। দুজন মিলে রান তুলেছেন ৩ এর কাছাকাছি রানরেটে। উইলিয়ামস আর ওয়েলস দুজনের ব্যাটেই আছে ফিফটি। আর জুটি গড়েছেন ৮৯ রানের। সেটাই ঠাঁই করেছে দ্বিপাক্ষিক রেকর্ডের তালিকায়।
এই নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে তৃতীয় উইকেট দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এই দুজনে। আর বাংলাদেশের মাটিতে ৩য় উইকেট বিবেচনায় এটাই সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে বাংলাদেশে জিম্বাবুয়ে ৩য় উইকেটে তুলেছিল সর্বোচ্চ ৬৭ রান। ২০১৪ সালে খুলনা টেস্টে ব্রেন্ডন টেইলর এবং হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে আসে এই জুটি।
এমনকি তৃতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ জুটিও এসেছিল এই দুজনের ব্যাট থেকেই। ২০১১ সালে হারারে টেস্টে এই দুই ব্যাটার তুলেছিলেন ১৪২ রান।
এর আগে লাঞ্চের আগে জিম্বাবুয়ের কেবল দুই উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশের বোলাররা। তানজিম হাসান সাকিব এবং তাইজুল ইসলাম ফেরান দুই ওপেনারকে। যদিও এর বিপরীতে জিম্বাবুয়ের স্কোরকার্ডও নেহাত মন্দ ছিল না। চট্টগ্রামের মাঠে সকাল থেকে বেশ দারুণভাবেই বাংলাদেশের বোলিংকে সামলেছেন বেনেট-বেন কারেন জুটি। দুজনে রান তুলেছেন ওভারপ্রতি ৪ করে। তানজিম সাকিবের অফসাইডের বাইরে থাকা বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট। ততক্ষণে এই জুটি থেকে আসে ৪১ রান।
দলীয় ৭২ রানে অবশ্য বাংলাদেশ তুলে নেয় ২য় উইকেট। এই দফায় তাইজুল ইসলাম ফেরান বেন কারেনকে। ৫০ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার। মাঝে নিক ওয়েলস একবার জীবন পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজের বলে। এরপর থেকে অবশ্য আর কোনো সুযোগ বাংলাদেশের বোলারদের দেননি দুই জিম্বাবুয়ান ব্যাটার ওয়েলস ও উইলিয়ামস।
খুলনা গেজেট/জেএম