সমস্ত জল্পনার অবসান। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিদ্রোহী শুভেন্দু অধিকারী সহ এক ঝাঁক নেতা- বিধায়ক- কর্মী বিজেপিতে যোগদান করলেন।
এদিন শুভেন্দুর হাতে পতাকা তুলে অমিত শাহ বলেন, তৃণমূলের পতন শুরু হল। পশ্চিমবঙ্গে ২০২১ সালে ক্ষমতায় আসবে বিজেপি। আমাদের লক্ষ্য পূরণ হবেই। পশ্চিমবঙ্গ সোনার বাংলা হবে। শনিবার মেদিনীপুর কলেজ ময়দানে অমিত শাহের অনুষ্ঠানে একরকম জনজোয়ার হয়েছিল। কাতারে কাতারে শুভেন্দু অনুগামীরা ।
শুভেন্দু অধিকারী এদিন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জিকে সরাসরি আক্রমণ করে বলেন, ওনি পশ্চিমবঙ্গে মা- মাটি – মানুষের সরকার করেননি, ওনি ভাইপোর সরকার করেছিলেন। এই তৃণমূল সরকারের আমলে মা অপমানিত। তোলাবাজ ভাইপো দূর হটো।
তিনি বলেন, আমি ভারতের বহুত্ববাদী সংস্কৃতির সমর্থক। আমি এও ভাবি আমি আগে ভারতীয়। তারপর অন্য কিছু। মেদিনীপুরের এই মঞ্চে এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বাংলা বার্তার রাজনৈতিক বিশ্লেষক সন্ময় ব্যানার্জি এবং হলদিয়ার সিপিআইএম বিধায়ক তাপসী মণ্ডলও বিজেপিতে যোগ দেন। এদিন বেশ কিছু তৃণমূলের সংখ্যা লঘু নেতা পারভেজ রহমান, কবীর হোসেন প্রমুখ বিজেপিতে যোগ দেন।
খুলনা গেজেট/কেএম