খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে ২০ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল, থাকবে বিশেষ টহল
  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে
২৩ হাজার ভোটে জয়ী বাম-কংগ্রেস

তৃণমূলকে হারিয়ে বিধানসভায় যাচ্ছেন সাগরদিঘির বাইরন

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী তৃণমূল ও বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করলেন।

বাম-কংগ্রেস জোটের প্রার্থী মহম্মদ বাইরন বিশ্বাস তৃণমূলের দেবাশিস ব্যানার্জিকে ২৩ হাজার ৮৯০ ভোটে হারিয়ে জয়লাভ করেন। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সাহি মাত্র ২৫ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে। বাম-কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস পেয়েছেন ৮৭ হাজারেরও বেশি ভোট। অন্যদিকে তৃণমূলের দেবাশিস ব্যানার্জি পান ৬৪ হাজার ভোট।

এই কেন্দ্রের তৃণমূল বিদায়ক ও মন্ত্রী সুব্রত সাত গতবছর ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যান। তার সেই আসনটি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। পঞ্চায়েত নির্বাচনের আগে উপনির্বাচনে এই জয় বাম-কংগ্রেস জোটকে এক বাড়তি অক্সিজেন দিল। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম-কংগ্রেস জোটের একমাত্ৰ বিদায়ক আই এস এফ নেতা নওসাদ সিদ্দিকী। বাইরন বিশ্বাস জোটের দ্বিতীয় বিধায়ক।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!