এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আওতায় গ্রাসরুট ফুটবল কার্যক্রমের অংশ নিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসির গ্রাসরুট ক্যাটাগরিতে ঢুকতে দেশের তৃণমূল ফুটবল উন্নয়নে উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে চার জেলাকে ভেন্যু করে তৃণমূলদের কাজ করার উদ্যোগ নিচ্ছে ফেডারেশন। আগামী তিন বছরে অন্তত ১০টি ভেন্যু করতে চায় বাফুফে। সেজন্য দ্রুত কোচিং স্টাফ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নিচ্ছে ফেডারেশন। সামনের তিন বছর এই গ্রাসরুট আয়োজন কীভাবে করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারই একটা নির্দেশনা দিয়েছে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের আওতায় আমরা তৃণমূল ফুটবলে চারটি ভেন্যুতে গ্রাসরুট অ্যাক্টিভিটিজ সম্পাদন করবো। যে ব্যাপারে ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক ডিসিশন নেওয়া হয়েছে যে সেই চারটি ভেন্যু হচ্ছে নীলফামারী, মাদারীপুর, ফেনী ও ঢাকা। এই চারটি ভেন্যুতে, বেসিক্যালি প্রতি ভেন্যুতে ৬টি ব্যাচ বা ৬টি গ্রুপকে ফাইনালাইজ করা হবে।’
‘সেখানে ব্যাচ গুলো হবে ছেলেদের জন্য ৪টি গ্রুপ এবং মেয়েদের জন্য ২টি গ্রুপ। প্রতি ভেন্যুতে টোটাল ৬টি ব্যাচ। ছেলেদের যে ৪টি ব্যাচ হবে সেখানে ৪টি এইজ ক্যাটাগরি থাকবে। সেই এইজ ক্যাটাগরিগুলো হবে ৮ বছর থেকে ১৮ বছর বয়সের মধ্যে এবং মেয়েদেরও ২টি মাত্র ব্যাচ থাকবে এবং তাদেরও বয়স হবে ৮-১৮ এর মধ্যে (৮-১৩ বছর বয়সী ১টি এবং ১৩-১৮ বছর বয়সী অপর ১টি ব্যাচ)। প্রতি ব্যাচে ছেলেদের সর্বোচ্চ ৫০ জন এবং মেয়েদের ৩০ জন করে খেলোয়াড় থাকবে।’
সেপ্টেম্বর-অক্টোবর বা অক্টোবর-নভেম্বর এই কাজ শুরু হবে বলে জানা গেছে।
খুলনা গেজেট/রুবেল