তুরস্কে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী রিংকুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৭ ফেব্রয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলী সাবরীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পের পর নিখোঁজ হন দুই বাংলাদেশি শিক্ষার্থী রিংকু ও নুর আলম। পরে গতকাল সন্ধ্যায় নুর আলমকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। জানা গেছে, নুর আলম বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে চার হাজার ছাড়িয়ে গেছে। দুই দেশে এ পর্যন্ত ৪ হাজার ৮০০ জনের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ, তুরস্কে গোলাম সাঈদ রিংকুকে ভবনের নিচে চাপা পড়া অবস্থা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। তিনি শারিরীকভাবে প্রচণ্ড দূর্বল, তার জন্য দোয়া করবেন। আমরা কৃতজ্ঞতা জানাই তুরস্ককে তাদের উদ্ধার তৎপরতার দক্ষতার জন্য।’
খুলনা গেজেট/কেডি