১
“মেরে দিল কো কিসি সে গিলা নেহি,
জিসে দিল সে চাহা ও মুঝে মিলা নেহি।
ওয়াক্ত কে বেওয়াফায়ি কহু ইয়া খুদ কি বদনসিবী,
এক দিয়া মিলা আন্ধেরে মে মগর ও ভি জ্বলা নেহি।”
বাংলা অর্থ :
কারও প্রতি আমার হৃদয়ের কোনো অভিযোগ নেই,
হৃদয় দিয়ে যাকে চেয়েছি, তাকে আমি পাইনি,
এটা কি সময়ের অবিশ্বস্ততা, না আমার নিজের দুর্ভাগ্য,
অন্ধকারে একটি বাতি পেয়েছি, কিন্তু সেটিও জ্বলে নি।”
২
“জানাজা মেরা উঠ রাহা থা
ফির ভি তকলিফ থি উনকো আনে মে,
বেওয়াফা ঘর মে ব্যয়ঠে পুছ রাহি থি
আউর কিতনি দের হ্যায় দাফনানে মে।”
বাংলা অর্থ :
“আমার জানাজা শেষ পর্যায়ে ছিল,
তবু ওর আসতে কষ্ট হচ্ছিল,
বেইমান ঘরে বসে প্রশ্ন করছিল,
কবর দিতে আর কত বিলম্ব হবে!”
৩
“তেরি মুস্কুরাহট মে সুধার জাতি হ্যায় তবিয়ত মেরি,
বাতাউ, তুম মুঝ সে ইশক করতে হো, ইয়া ইলাজ?”
বাংলা অর্থ :
“তোমার হাসিতে আমার অসুস্থতা নিরাময় লাভ করে,
বলো, তুমি কি আমার সাথে প্রেম করো, না আমার চিকিৎসা করো?”
৪
“তু ভি আইনে কি তরহ বেওয়াফা নিকলা,
জো সামনে আয়া উসি কা হো গ্যয়া।”
বাংলা অর্থ :
”অবশেষে তুমিও তো আয়নার মতো বেইমান,
যে সামনে আসে তুমি তারই হয়ে যাও।”
খুলনা গেজেট/এনএম