পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহয়ান শহরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। তীর্থযাত্রী বোঝাই দুটি বাস দুর্ঘটনার কবলে পড়লে এ ঘটনা ঘটে। খবর ডনের
প্রথম দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়। সিন্ধু প্রদেশের শাহেদ বেনাজিরাবাদ জেলার কাজী আহমেদ শহরে এ ঘটনা ঘটে। এছাড়া খায়পুর জেলার রানীপুরে আরেক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ২৫ জন আহত হয়।
উচ্চ গতি, বিপজ্জনক ওভারটেকিং এবং ট্রাফিক নিয়ম অবহেলার কারণে পাকিস্তানে মহাসড়কে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাজি আহমেদ পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার (এসএইচও) ওয়াসিম মির্জা। ডনকে তিনি বলেন, দুর্ঘটনাটি কাজি আহমেদের কাছে আমরি রোডে ঘটেছে।
তিনি আরও বলেন, বাসটি জামশোরো জেলার সেহওয়ান শহরে লাল শাহবাজ কালান্দার মাজারের ভক্তদের নিয়ে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির বাসটি প্রথমে একটি গাধার গাড়িকে ধাক্কা দেয়। পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের সাথে বড় সংঘর্ষ লাগে।
ওয়াসিম মির্জা বলেন, দুর্ঘটনার পরই প্রথমে উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের কাজি আহমেদ তালুকা হাসপাতালে স্থানান্তর করে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে নওয়াবশাহের পিপলস ইউনিভার্সিটি অব মেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্সেস ফর উইমেনে পাঠানো হয়।
খুলনা গেজেট/এএজে