দেশের বিভিন্ন প্রান্তে তীব্র গরম আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাষ্ট্রীয় সংস্থাটি বলেছে, মঙ্গল কিংবা বুধবার হতে পারে স্বস্তির বৃষ্টি। রোববার এসব কথা জানান অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ।
তিনি বলেন, ‘আরও দুই দিন এমন গরম পড়বে। এরপর সেটা কমতে থাকবে। গতকাল যেমন তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলিসিয়াসের মতো ছিল, আজকে সেটা কমে আটত্রিশে নেমেছে।’
বজলুর রশিদ বলেন, ‘আরও দুই দিন এ রকম গরম পড়বে, তবে ধীরে ধীরে গরম কমতে থাকবে এবং ১৯ (মঙ্গলবার), ২০ (বুধবার) তারিখ থেকে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে।’
দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।’
আরেক আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান বলেন, ‘এই দুই দিন (সোমবার ও মঙ্গলবার) যে সারা দেশে বৃষ্টিপাত হবে, তেমন নয়। কোথাও কোথাও হয়তো সামান্য বৃষ্টিপাত হতে পারে, তবে মূল বিষয় হলো, যে বৃষ্টিপাত হবে, তা রাজশাহী, রংপুর ও অন্যান্য অঞ্চল দিয়ে যে তাপপ্রবাহ চলমান রয়েছে, তা প্রশমিত করতে সক্ষম হবে না। কোথাও কোথাও হয়তো সামান্য কমতে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, দেশের কিছু অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।