সব ধরনের প্রতিযোগিতায় তিন ম্যাচ ড্রর পর জ্বলে উঠেছে চেলসি। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের এই আসরে তারা প্রথম জয় পেয়েছে ৪-০ গোলে। ক্যালাম হাডসন-ওডোয়, টিমো বার্নার, হাকিম জিয়েখ ও ক্রিস্টিয়ান পুলিসিচ করেন গোল।
৩৭তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন হাডসন-ওডোই। এই গোলে যথেষ্ট দায় ছিল স্বাগতিক গোলরক্ষকের। ইংলিশ ফরোয়ার্ডের শটে বল ঠিকমতো ধরতে পারেননি তিনি, হাত ফসকে জড়ায় জালে। ৫৫তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি ক্রাসনোদার। ইউরি গাজিনস্কির দারুণ ভলিতে বল লাগে ক্রসবারে। ৭৬তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড ভেরনার। হ্যান্ডবলের কারণে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
দুই মিনিট পরই স্কোরলাইন ৩-০ করেন জিয়াশ। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন পুলিসিক। ট্যামি আব্রাহামের বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান দ্বিতীয়ার্ধে বদলি নামা যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার।
বরুশিয়া ডর্টমুন্ডও প্রথম জয় পেয়েছে। জাডন সানচেজ ও আর্লিং হালান্দের গোলে ২-০ তে তারা হারিয়েছে জেনিত সেন্ত পিটার্সবার্গকে। ‘এফ’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জার্মানরা। লাৎসিও ও ব্রুগের ম্যাচটি হয়েছে ১-১ গোলে ড্র। দুই দলেরই সমান চার পয়েন্ট। গোলব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে লাৎসিও।
খুলনা গেজেট/এএমআর