তিন দিনের সফরে খুলনায় আসছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার (১১ এপ্রিল) থেকে রবিবার (১৩ এপ্রিল) ৩ দিন খুলনা সফর করবেন। প্রধান বিচারপতি আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সকল বিচার বিভাগীয় কর্মকর্তার সাথে মত বিনিময় করবেন এবং নৈশভোজে অংশগ্রহণ করবেন।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় তিনি খুলনার হোটেল সিটি ইন এ ইউএনডিপি কর্তৃক আয়োজিত ‘জাস্টিস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি’ শীর্ষক আঞ্চলিক সেমিনারে বক্তব্য রাখবেন এবং সেখানে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন।
এ দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে খুলনা জেলার আইনজীবী সমিতির সদস্যদের সাথে মত বিনিময় করবেন।
পরদিন (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় প্রধান বিচারপতি জেলা জজ আদালত ভবনে খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত সহ অন্যান্য বিশেষ ট্রাইব্যুনাল সমূহ পরিদর্শন করবেন। এ সময় তিনি নবনির্মিত ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করবেন।
এ দিন, দুপুর ২ টায় তিনি খুলনা সার্কিট হাউজ হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
খুলন গেজেট/এএজে