দীর্ঘ সময় পর পূর্ণাঙ্গ সিরিজের সব ফরম্যাটের পৃথক সিরিজ জিতল বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও জিতেছে টাইগাররা। তিন ট্রফি নিয়ে এবার দেশে ফেরার পালা টিম বাংলাদেশের।
টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি ট্রফি জিতে জিম্বাবুয়ে সফরে ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ। ফাইল ছবি
তার আগে অবশ্য জিম্বাবুয়েতে আরও কিছু সময় কাটাতে হবে বাংলাদেশকে। রবিবার (২৫ জুলাই) টি-টোয়েন্টি সিরিজ জিতে আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ে সফর শেষ করলেও মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানরা জিম্বাবুয়ে ছাড়বেন আগামী ২৮ জুলাই।
জাতীয় দল ব্যবস্থাপনা সূত্র বিডিক্রিকটাইমকে জানিয়েছে, জিম্বাবুয়ে সফররত দল দেশে এসে পৌঁছাবে আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই)। তার আগের দিন বুধবার (২৮ জুলাই) জিম্বাবুয়ের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে হারারে বিমানবন্দর ত্যাগ করবেন ক্রিকেটাররা।
যাওয়ার মত আসার ক্ষেত্রেও দীর্ঘ ভ্রমণ হবে ক্রিকেটারদের। হারারে থেকে তাদের যেতে হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। সেখান থেকে যাত্রাপথ হবে কাতারের দোহা। দোহা থেকে ধরতে হবে বাংলাদেশের বিমান। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ক্রিকেটাররা।
দেশে পৌঁছে অবশ্য বাড়ি ফেরার সুযোগ নেই ক্রিকেটারদের। ৩ আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য দলকে দেশে এসে সরাসরি জৈব সুরক্ষা বলয়ে যোগ দিতে হবে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শেষে পরিবারের কাছে ফেরার সুযোগ পাবেন ক্রিকেটাররা।