রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ধরা আগুন ৬ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে এলেও নির্বাপণ হতে লেগেছে তিন দিন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারের আগুন নির্বাপণ বা সম্পূর্ণ নেভানোর কাজ সম্পন্ন হয়েছে।
বঙ্গবাজারে ধরা ভয়াবহ আগুন প্রথম দিনই নিয়ন্ত্রণে এলেও বিক্ষিপ্তভাবে ধোঁয়া উড়ছিল বিভিন্ন স্থানে।
অগ্নিনির্বাপণে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছিলেন, বঙ্গবাজারের বড় অংশ ছিল কাঠের ফ্রেমের ওপর। আগুনে কাঠের ফ্রেম পুড়ে তিন তলার কাঠামো জমি বরাবর মিশে যায়। মার্কেটের দোকানগুলোর শাটার, চালাসহ বেশ কিছু কাঠামো লোহার ছিল। এসব লোহার অংশের নিচে চাপা পড়ে ব্যবসায়ীদের আধাপোড়া কাপড়। চাপা পড়া কাপড়ে কোথাও কোথাও ছিল ছোট ছোট আগুন। কিছু কিছু অংশে ছিল শুধু ধোঁয়া।
একনজরে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড
আগুন লাগার তারিখ: ৪ এপ্রিল, ২০২৩
আগুন লাগার সময়: ফায়ার সার্ভিস খবর পায় সকাল ৬টা ১০ মিনিটে
প্রথম ইউনিট পৌঁছার সময়: সকাল ৬টা ১২ মিনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করা ইউনিটের সংখ্যা: ৪৮
আগুন নিয়ন্ত্রণের সময়: দুপুর ১২টা ৩৬ মিনিট
আগুন নির্বাপণ: ৭ এপ্রিল, ২০২৩ সকাল সাড়ে ৯টা
ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা: বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি অনুযায়ী, প্রায় ৫ হাজার
আনুমানিক ক্ষয়ক্ষতি: বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি অনুযায়ী, আনুমানিক ২ হাজার কোটি টাকা। এর বিপরীতে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ চেয়েছে সমিতি।
আগুনে আহত ফায়ার সার্ভিস সদস্য: আটজন, যাদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক
আগুন নেভাতে দেরি হওয়ার কারণ: ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী, তিনটি। এগুলো হলো পানির অভাব, বাতাস ও উৎসুক জনতা।
তদন্ত কমিটি: একটি, যার সদস্য পাঁচ
খুলনা গেজেট/এনএম