খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
  ঘাটতির মধ্যেও স্বাস্থ্যসেবায় ২৫ শতাংশ উন্নতি সম্ভব : প্রধান উপদেষ্টা
  জুলাই-আগস্টে যত মানুষ হত্যা হয়েছে সব দায় শেখ হাসিনার : চিফ প্রসিকিউটর

তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও জাতীয় দলের স্কিল ক্যাম্প চলবে। বিরতি শেষে ১ অক্টোবর ফের অনুশীলনে ফিরবেন মুশফিক-তামিমরা। খেলবেন তিনটি প্রস্তুতি ম্যাচ। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

ক্যাম্পের ২৬ ক্রিকেটারকে দুই ভাগে ভাগ করে প্রথমে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হবে। ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার ও শনিবার। পাশাপাশি শুক্রবার ক্রিকেটারদের করোনা পরীক্ষাও সম্পন্ন হবে। একদিন বিরতি দিয়ে সোমবার ও মঙ্গলবার দ্বিতীয় দুই দিনের ম্যাচ খেলবে স্কিল ক্যাম্পের ক্রিকেটাররা। পরে তিন দিন অনুশীলন করে ১৩ অক্টোবর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা সিরিজ স্থগিতের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ওই ঘোষণার পরই তিনি জানিয়েছেন, সিরিজ স্থগিত হলেও স্কিল ক্যাম্প চলবে, ‘পুরোদমে ক্রিকেট শুরু করে দেবো, এটা বললেই তো হবে না। করোনা পরিস্থিতি তো আমাদের দেশে একেবারে ভালো হয়ে যায়নি যে আমরা এখনই সব শুরু করতে পারবো। তবে আমরা খেলা (ক্রিকেট) শুরু করছি। আপাতত আমাদের ক্যাম্প তো চলছেই। এখনও ১৫ দিনের ক্যাম্প বাকি আছে। এই অনুশীলনটা চলবে। কয়েকটি অনুশীলন ম্যাচ হবে ওদের মধ্যেই।’

গত ২০ সেপ্টেম্বর থেকে কোচদের অধীনে দলীয় অনুশীলন করছেন ক্রিকেটাররা। শুরুতে সবাইকে না পেলেও শেষের কয়েকদিন ২৬ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। চার দিন বিরতি নিয়ে আগামী বৃহস্পতিবার থেকে মাঠে ফিরছেন ক্রিকেটাররা।

স্কিল ক্যাম্পের স্কোয়াড: মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাদমান ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান, শফিউল ইসলাম, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু জায়েদ, এবাদাত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!