খুলনা, বাংলাদেশ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে, প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
  জুলাই গণহত্যায় গুলির নির্দেশ: সহকারী কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার
  বরিশাল সদর উপজেলায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
  বর্ণিল আয়োজনে শেষ হল এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, শোভাযাত্রায় অংশ নেন ২৮ জাতিগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
  স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২

তিনটি ক্রিকেট বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস বদলে দিয়েছে ক্রিকেটের বর্তমান-ভবিষ্যৎ সূচি। দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে বৈশ্বিক আসরগুলোতেও জটলা লেগেছে বেশ। তবে চেষ্টা চলছে কীভাবে আবার আয়োজন করা যায় এসব সিরিজ আর বৈশ্বিক আসরগুলো।

আজ আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি। যেখানে আলোচনা হবে ২০২০, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে।

এই তিনটি বিশ্বকাপের সূচিতেই এসেছে পরিবর্তন। অন্তত ৬ মাস করে পিছিয়েছে সবগুলো আসরই। গত মাসে আইসিসির ভার্চুয়াল সভায় শুধু তারিখ জানিয়েছিল তবে জানায়নি কোথায় অনুষ্ঠিত হবে আসরগুলো। আজ সভায় সেসব নির্ধারণ হতে পারে।

পুরনো সূচি অনুযায়ী চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন সেটি পিছিয়ে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে।

ভারতের মাটিতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও পিছিয়েছে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। এছাড়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ মার্চ-এপ্রিল থেকে পিছিয়ে দেওয়া হয়েছে অক্টোবর-নভেম্বরে। দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত হলেও ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু নিয়ে কোনো আলোচনা নেই।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!