খুলনা, বাংলাদেশ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২০১৮’র রাতের ভোটের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
  শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে অভিযোগ গঠনে সময় আবেদন, পরবর্তী শুনানি ৭ জুলাই

তাসমানিয়ার বিপক্ষে ৫ উইকেটে হারল বাংলাদেশ এইচপি

ক্রীড়া প্রতিবেদক

গত ম্যাচে ব্যাটারদের কল্যাণে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। আজকেও শক্ত ভিত গড়ে দিয়েছিলেন টপ অর্ডার ব্যাটাররা। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। শেষ পর্যন্ত বোলাররাও ১৬৬ রানের পুঁজি ডিফেন্ড করতে পারেনি। তাসমানিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি।

সোমবার (১২ আগস্ট) ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেছেন পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তাসমানিয়া।

১৬৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি তাসমানিয়ার। ৭ বলে ৬ রান করে ফেরেন টিম ভারাদ। তার বিদায়ে ১৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে নিবেথান রাধাকৃষাণও সুবিধা করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ৫ রান।

তবে নিকোলাস ডেভিনকে নিয়ে দলকে টেনে তুলেন চার্লি ভাকিম। দেভিন করেন ৩০ রান। আর ভাকিমের ব্যাট থেকে এসেছ ২৫ রান। এরপর দলের হাল ধরেন জ্যাক ডোরান। তার ৩৭ বলে ৭১ রানের অপরাজিত ইনিংসে ৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তাসমানিয়া।

এর আগে ব্যাটিংয়ে দারুণ শুরু পায় বাংলাদেশ এইচপি। নতুন বলে আক্রমণাত্মক শুরু করেন জিশান। তার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৮ রান। আরেক ওপেনার তামিম করেছেন ২৯ বএল ২৮ রান।

তিনে নেমে দারুণ ইনিংস খেলেছেন পারভেজ হোসেন ইমন। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত উইকেটে থেকে ২৯ বলে করেছেন অপরাজিত ৩৮ রান।

টপ অর্ডার ব্যাটারদের ভালো শুরুর দিনে সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। আফিফ হোসেন, আকবর আলি ও শামিম হোসেন উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তাতে বাংলাদেশ ১৬৬ রানের বেশি তুলতে পারেনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!