বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিল। তবে তা কেটে গেছে। পাকিস্তান ও আফগানিস্তান পূর্বনির্ধারিত ওয়ানডে সিরিজ খেলবে সেপ্টেম্বর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এরইমধ্যে আফগানিস্তান জাতীয় দলের কয়েক ক্রিকেটার অনুশীলন করেছে রাজধানীর কাবুলে। পিসিবি বৃহস্পতিবার জানিয়েছে, পাকিস্তান ও আফিগানিস্তানের সিরিজ শ্রীলঙ্কায় হবে। তালেবানের নীতি নির্ধারকরা সিরিজটি নিয়ে সবুজ সংকেত দিয়েছে। আমরা আমাদের আগের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। দ্রুতই আমরা স্কোয়াড ঘোষণা করবো।’
১ থেকে ৫ সেপ্টেম্বরের ভেতরে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সবগুলো ম্যাচ হবে হাম্বানটোটায়। আইসিসি সুপার লিগের ম্যাচ হওয়ায় সিরিজটি বেশ গুরুত্ব দিয়ে দেখছে দুই দল।
খুলনা গেজেট/কেএম