“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে তালা উপশহরে র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম। সমবায় অফিসের কর্মকর্তা অজয় কুমার ঘোষ’র পরিচালনায় সভায় এসময় আরো বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনাব ঘোষ বাবলু, বিআরডিবির সভাপতি হামিদ সরদার, আইডিয়াল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ সভাপতি ইন্দ্রজীৎ দাশ বাপী, আবুল কালাম আজাদ প্রমুখ।
খুলনা গেজেট/এনএম