খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তালায় মাস্ক পরা বাস্তবায়নে পুলিশ ফের মাঠে

তালা প্রতিনিধি

করোনার সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ১১ দফা বিধিনিষেধ দিলেও বেশির ভাগ মানুষই তা মানছেন না। এমন পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধিতে তালা থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) বেলা ১২ টায় তালা থানা পুলিশের পক্ষ থেকে তালা বাজারে এক সচেতনমূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

এসময় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান,উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘ করোনা আবারও প্রকট রূপ ধারণ করছে, কিন্তু জনগণ একটুও সচেতন নয়। সচেতনতা বৃদ্ধিতে আমাদের তালা থানা পুলিশের এই উদ্যোগ অব্যহত থাকবে। ‘মাস্ক বিতরণের পাশাপাশি করোনার সংক্রমণ রীতি ও ভয়াবহতা সম্পর্কেও জনসাধারনের উদ্দেশ্যে বিভিন্ন পরার্মশ দেন।

এ সময় পথচারীরা পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষের মাঝে এখন মাস্ক পরার অভ্যাস অনেকটা কমে গেছে। পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!