খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

তালায় বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গেল শ্রমিক

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালার খলিলনগরে পল্লী বিদ্যুতের পুলে সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছাদুল ইসলাম শেখ (৩০) নামের এক শ্রমিকের শরীর ঝলসে গেছে। তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ণইউনিটে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

আহত আছাদুল ইসলাম শেখ তালা উপজেলার উত্তর নলতা গ্রামের মনু শেখের ছেলে। সে পল্লীবিদ্যুতের শ্রমিক হিসাবে কাজ করতো।

প্রতক্ষ্যদর্শী সুত্রে জানাযায়, রবিবার (২৬ ডিসেম্বার) বিকালে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় পুলের মাথায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় স্থানীয়রা তাকে ঝলসানো অবস্থায় পুলের উপর থেকে উদ্ধার করে। সাথে থাকা অন্য শ্রমিক আব্দুল্লাহ জানান, পুলের উপর বিদ্যুতের তারের বাইন্ডিং এর কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

খালিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু জানান, সংবাদ পেয়ে সাথে সাথে এ্যাম্বুলেন্স যোগে আহত আসাদুলকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠনো হচ্ছে।

পল্লী বিদ্যুতের তালা সাব জোনের এজিএম লিটন চন্দ্র দে জানান, বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করা নিষেধ অমান্য করে ঠিকাদার কাজ চলমান রাখে এ সময় তারের বাইন্ডিং কাজের শ্রমিক আছাদুল বিদ্যুৎস্পৃষ্ট হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!