সাতক্ষীরার তালায় খলিলনগর ইউনিয়নের হাজরাকাটী এলাকায় বিবাহের প্রস্তুতি কালে বাল্যবিবাহ বন্ধ করেছেন স্থানীয় প্রশাসন। শনিবার (২৩ মার্চ) আটারই জেয়ালা নলতা হাজরাকাটী (এজেএইচ) বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিলো। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহটি বন্ধ হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, গোপন সংবাদ পেয়ে তারা জানতে পারেন যে হাজরাকাটী এলাকায় ছুটির দিনে একটি বাড়িতে বাল্যবিবাহের আয়োজন চলছে। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন ও প্রশাননের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে বিবাহটি বন্ধ করা হয়। পরে মেয়েটির পরিবারের কাছ থেকে মুচিলেকা নিয়ে আগামী ২৫ মার্চ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
খুলনা গেজেট/ এএজে